International Youth Change Maker - IYCM

10 June 2021

Image


Iftekhairul Islam
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর একজন গৌরবান্বিত সদস্যের নাম। পেশায় একজন পুলিশ হলেও একসময় তিনি ছিলেন মিডিয়া জগতের প্রতি বিশেষ অনুরাগী।বিতর্ক,কবিতা আবৃত্তি, গান সহ সকল ক্ষেত্রেই তার ছিলো বিশেষ দক্ষতা। কয়েকটা অনুষ্ঠানে উপস্থাপনাও করেছিলেন এই ব্যক্তিত্ব। বেশ কিছু অনুষ্ঠানে গানও গেয়েছেন তিনি।
ইফতেখায়রুল ইসলাম পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিষয় নিয়ে। অনার্স এবং মাস্টার্স দুটোই সম্পন্ন করেছেন এই বিশ্ববিদ্যালয়ে। আর মাস্টার্স ইন পুলিশ ডিগ্রি অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে।
প্রচন্ড রকম সংস্কৃতিমনা হলেও একটা সময় পারিবারিক চাপের মুখে পড়ে বাধ্য হন স্থায়ী কিছু করার। আর তার ইচ্ছে ছিলো দেশের জন্য ভালো কিছু করার।ভেবে ঠিক করলেন বিসিএস তেমন একটি সুযোগ। ৩১তম বিসিএস-এ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন সংস্কৃতি জগতের এই মানুষটি। যুক্ত হন পুলিশ হিসেবে কর্মক্ষেত্রে। তিনি ঢাকার ডেমরা জোনে এসি হিসেবে যোগদান করেন ২০১৬সালের ডিসেম্বরে।
কর্মক্ষেত্রে যোগদান করার পরই তার দক্ষতা ও দেশের আইনের প্রতি আনুগত্য প্রকাশ পায়।তারই প্রতীক হিসেবে ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল পান প্রধানমন্ত্রীর কাছ থেকে।তিনি থেমে থাকেননি। পরপর দু’বছর ২০১৮ ও ২০১৯ সালে আইজিপি ব্যাজ পান পুলিশ হিসেবে বিশেষ দক্ষতা এবং অবদানের জন্য। মার্চ ২০১৯ এ তিনি ডেমরা জোন হতে বদলি হন অন্যত্র।
এরপর তার জীবনে শুরু হয় নতুন অধ্যায়। কর্মদক্ষতা তাকে দেয় আরও সম্মান ও দায়িত্ব। জুন-২০২০ থেকে সেপ্টেম্বর ২০২০ সময়কাল পর্যন্ত তিনি পল্লবী জোন গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত থাকেন।
তিনি তখনও কেবল পুলিশই নন। স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাংবাদিকতা নিয়ে।লেখালেখি-গান-উপস্থাপনা ধরে রেখেছেন তার জীবনে। সেই সূত্রে ২০১৯ সালে পান "বেস্ট প্রেজেন্টার এওয়ার্ড”।
২০০৫ সালে সারা বাংলাদেশ বেস্ট পাবলিক স্পিকার হন তিনি। একজন উচ্চপদস্থ ও দায়িত্ববান পুলিশ হয়েও এতটা সংস্কৃতিমনা খুব কমই দেখা যায়। একজন পুলিশ জনগনের পাশে রক্ষক হয়ে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকান্ডে নিজেকে কীভাবে নিয়োজিত রাখতে পারেন,তার উজ্জ্বল প্রতীক হলেন ইফতেখায়রুল ইসলাম। কাজের প্রতি যেমন তার কোন অবহেলা ছিলো না,তেমনি মানুষ আর প্রকৃতির পাশে দাঁড়িয়েছেন সব সময়।
কর্মক্ষেত্রে সাফল্যের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরষ্কার।পেয়েছেন জাতীয় সম্মাননা, জাতীয় গ্রন্থমেলায় বই ও প্রকাশিত হয়েছেন এই ব্যক্তিতের। বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় তার নিয়মিত লেখা যায়। তিনি এ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ১৫০টিরও বেশী পুরষ্কারে ভূষিত হয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম, পেশায় পুলিশ হওয়ার পাশাপাশি সমাজসেবক,সমসাময়িক বিষয়ের লিখক, উপস্থাপক, বিতর্কবিদ ও উপদেশদাতা।
বর্তমানে এই মহান ব্যক্তিত্ব কর্মরত রয়েছেন অতিরিক্ত উপঃপুলিশ কমিশনার,এডিসি মিডিয়া এন্ড পিআর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ।
বাংলাদেশের প্রতিটি পুলিশের জন্য তিনি একজন উজ্জ্বল দৃষ্টান্ত।
আর সংস্কৃতির জগত!
তিনি এখনো কাজের ফাঁকে কবিতা, গান গেয়ে থাকেন।বিতর্কের সম্মাননায় তিনি রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে। তাঁর মতো গুণী ব্যক্তিদের মাধ্যমেই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ। ইন্টান্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার আপনাকে অভিভাবক হিসাবে পেয়ে গর্বিত ও আনন্দিত। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি।